ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমন্বয় সভা

প্রকাশিত: ১২:০৯, ২৭ অক্টোবর ২০২১

লক্ষ্মীপুরে সামাজিক সম্প্রীতি বিষয়ক সমন্বয় সভা

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে সদর উপজেলা পরিষদের সমন্বয় সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শিপন বড়ুয়া, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফজলুল হক, বিভিন্ন দফতরের বিভাগীয় কর্মকর্তা এবং উপজেলার ২২টি ইউনিয়নের চেয়ারম্যানগণ। সভায় এলাকার সাবির্ক শান্তি শৃংখলা বজায় রাখতে সকল ধর্মের লোকদের সাথে সামাজিক সম্প্রতি ও শান্তি শৃংখলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সকল উন্নয়নমূলক কর্মকান্ড সমুহ দ্রুত বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা দেয়া হয়।
×