ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১১:০১, ২৭ অক্টোবর ২০২১

‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি প্রকাশিত ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) গণভবনে তিনি এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচনকালে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, সমিতির সাবেক সভাপতি পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম এবং সমিতির মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল উপস্থিত ছিলেন। স্মারক গ্রন্থটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্রামীণ অর্থনৈতিক অবস্থা নিয়ে কিছু কথা’ শীর্ষক লেখা প্রদান করে সমিতিকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। স্মারক গ্রন্থটিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মজীবনের ওপর লিখেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আবদুল গাফফার চৌধুরী, মরহুম এইচ টি ইমাম, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মরহুম শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, রামেন্দু মজুমদার, সৈয়দ মনজুরুল ইসলাম, ড. আতিউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, মোহাম্মদ জমির, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, এম এ সাত্তার মন্ডল, সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, কবি নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, মরহুম হাবীবুল্লাহ সিরাজী, কামাল চৌধুরীসহ আরো অনেক প্রথিতযশা লেখক ও কবি। স্মারক গ্রন্থটিতে বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বইটি মুদ্রিত হয়েছে ১২০ গ্রাম আর্ট পেপারে। এর প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। সূত্র: বাসস
×