ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিশু ধর্ষণ হত্যা ॥ শুকুর আলীর ফাসির আদেশ বহাল

প্রকাশিত: ০১:২৩, ২৭ অক্টোবর ২০২১

শিশু ধর্ষণ হত্যা ॥ শুকুর আলীর ফাসির আদেশ বহাল

স্টাফ রিপোর্টার ॥ ১৮ বছর আগে চট্টগ্রামের হাটহাজারীতে তিন সহোদর হত্যা মামলায় চূড়ান্ত রায় দিয়েছেন আপীল বিভাগ। রায়ে আট আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন সর্বোচ্চ আদালত। অন্যদিকে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে সাজাপ্রাপ্ত শুকুর আলীর মৃত্যুদন্ড বহাল রেখে রায় দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপীল বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আশরাফ উজ জামান খান ও শিরিন আফরোজ। ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, চট্টগ্রাম হাটাহাজারীতে ২০০৩ সালের ২৬ মে একটি নির্মম হত্যাকান্ড ঘটে। যেখানে প্রকাশ্য দিবালোকে তিনজনকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত পাঁচজনকে মৃত্যুদ- এবং আটজনকে যাবজ্জীবন কারাদ- দেন। এরপর মামলাটি হাইকোর্টে এলে হাইকোর্ট সবাইকে খালাস দিয়ে দেন। পরে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল দায়ের করে। ওই আপীলে শুনানি নিয়ে আপীল বিভাগ আজকে চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে বিচারিক আদালতে মৃত্যুদ- প্রাপ্ত পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দেন। আর বিচারিক আদালতে যাবজ্জীবন সাজা পাওয়া তিনজনের সাজা বহাল রেখেছেন আদালত। শুকুর আলীর ফাঁসির রায় ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে সাজাপ্রাপ্ত শুকুর আলীর মৃত্যুদ- বহাল রেখে রায় দিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপীল বিভাগ বেঞ্চ ফৌজদারি আপীল খারিজ করে অভিযুক্ত শুকুর আলীর মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন।
×