ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বেতারের বিভিন্ন কেন্দ্রে দুর্নীতি ॥ দুদকের অভিযান

প্রকাশিত: ০১:২১, ২৭ অক্টোবর ২০২১

বেতারের বিভিন্ন কেন্দ্রে দুর্নীতি ॥ দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র-ইউনিটের সম্মানী বা পারিতোষিক খাতে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুদক এনফোর্সমেন্ট টিমের সহকারী পরিচালক তানজীর হাসিব সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এছাড়া লক্ষ্মীপুরের উপজেলা যুব উন্নয়ন কার্যালয়েও সম্মানী ভাতা আত্মসাতের অভিযোগে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদিক জনকণ্ঠকে জানান, মঙ্গলবার সকালে দুদক এনফোর্সমেন্ট টিমের সদস্যরা বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করে চুক্তিভিত্তিক শিল্পীদের সম্মানী প্রদান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। একইসঙ্গে শিল্পী হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের দ্বারা কর্মকর্তাদের ব্যক্তিগত বা অন্যান্য কাজ করানো হয় কিনা, তাও যাচাই করে অভিযান পরিচালনাকারী টিম। এছাড়া বিভিন্ন প্রোগ্রামার নামে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক তানজীর হাসিব সরকার জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। এখন বিস্তারিত অনুসন্ধানের পর সুপারিশ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে।
×