ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাড়ছে সংক্রমণ, চীনে ফের লকডাউন

প্রকাশিত: ০১:০৬, ২৭ অক্টোবর ২০২১

বাড়ছে সংক্রমণ, চীনে ফের লকডাউন

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী বাংলাদেশ সময় মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৮৯০ জন। এর মধ্যে ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২২ কোটি ২০ লাখ ৭৪ হাজার ৪৫০ জন। খবর এএফপি, আলজাজিরা, বিবিসি, ওয়ার্ল্ডোমিটারস ও ইয়াহু নিউজের। এদিকে করোনার আঁতুড়ঘর চীনে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। ডেল্টা স্ট্রেনের এই সংক্রমণ থেকে বাঁচতে ফের লকডাউন দেয়া হয়েছে দেশটির ইজিন কাউন্টিতে। স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। সোমবার চীনে ৩৮ জন সংক্রমিত হয়েছেন। অন্যান্য দেশের তুলনায় এই সংক্রমণ নেহায়ত কম। তবে পূর্ব অভিজ্ঞতার কারণে এবার একটু বেশিই কঠোর হচ্ছে দেশটির সরকার।
×