ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাইগারদের সাকিব আর থ্রি লায়ন্সদের ভরসা মঈন

প্রকাশিত: ০০:১৩, ২৭ অক্টোবর ২০২১

টাইগারদের সাকিব আর থ্রি লায়ন্সদের ভরসা মঈন

জাহিদুল আলম জয় ॥ সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। চলমান টি২০ বিশ্বকাপে এমন আবহ নিয়ে বিকেলে আবুধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়বে টাইগাররা। ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও চৌকস অলরাউন্ডার মঈন আলীর দিকে দৃষ্টি থাকছে ক্রিকেট বিশ্বের। এ দু’জনের জ্বলে ওঠার ওপর অনেকটাই নির্ভর করছে দল দু’টির ভাল করা। দুই তারকার লড়াইয়ে যিনি এগিয়ে যাবেন স্বাভাবিকভাবে তার দলেরও জয় পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। ইতোমধ্যে সাবেক টাইগার অধিনায়ক সাকিব এবারের আসরে এখন পর্যন্ত দুইবার ম্যাচসেরা হয়েছেন। যদিও দু’টি ম্যাচই প্রথম রাউন্ডের। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিরুদ্ধেও বল হাতে সফল ছিলেন ৩৪ বছর বয়সী সাকিব। বল হাতে তিন ওভারে মাত্র ১৭ রান দিয়ে কব্জা করেছিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। লঙ্কান ব্যাটাররা যখন দুর্দান্ত জুটি গড়ে তোলেন তখন জোড়া আঘাত হেনে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছিলেন টাইগার তারকা। ওই সময় ম্যাচটি বাংলাদেশের অনুকূলেই ছিল। কিন্তু অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এরপর সঠিক সময়ে সাকিবের হাতে বল তুলে না দেয়ায় হারতে হয় দলকে। সেই হতাশা আজ দূর করার সুযোগ থাকছে সাকিবের। ব্যাট ও বল হাতে তার দুরন্ত পারফরমেন্সের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। ইতোমধ্যে চলমান বিশ্বকাপে সর্বোচ্চ ১১ উইকেট নিয়েছেন মাগুরার ছেলে। অনেকের মতে, ইংলিশ ব্যাটারদের জন্যও যমদূত হতে পারেন সাকিব। মূলত তার জ্বলজ্বলে নৈপুণ্যে ভর করেই প্রথম রাউন্ডের গ-ি পেরিয়ে মূল লড়াইয়ে শামিল হয়েছে লাল-সবুজের দেশ। এই পথে দু’টি বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। প্রথমে শ্রীলঙ্কার সাবেক তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে হটিয়ে টি২০’র ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েন। এখন তার উইকেটসংখ্যা ১১৭টি। এরপর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট দখলের অবিস্মরণীয় রেকর্ডও নিজের করে নেন। আজকের ম্যাচের আগে সাকিবের নামের পাশে শোভা পাচ্ছে ৪১ উইকেট। ইংল্যান্ড তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম চৌকস তারকা মঈন আলী। দীর্ঘদিন ধরে জনকদের হয়ে ধারাবাহিক অলরাউন্ড পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন। সাকিবের মতো তার বয়সও ৩৪ বছর। বাংলাদেশী তারকা বল ও ব্যাট করে থাকেন বাঁহাতে। আর মঈন ন্যাটা ব্যাটার হলেও অফব্রেক বল করেন ডান হাতে। গত ২৩ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই জাদু দেখান পাকিস্তানী বংশোদ্ভূত মঈন। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারানোর ম্যাচে সেরা খেলোয়াড় হন তিনি। ম্যাচে উদ্বোধনী বোলার হিসেবে ইংলিশদের বোলিংয়ের গোড়াপত্তন করে দুর্দান্ত বোলিং করেন। চার ওভারে মাত্র ১৭ রান খরচায় মঈন লাভ করেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। দুর্দান্ত একটা ক্যাচও নেন। তাতেই ক্যারিবীয়রা মাত্র ৫৫ রানে অলআউট হওয়ার লজ্জায় ডোবে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও জয় ছাড়া কিছুই ভাবছে না সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর সেখানে মঈনের অলরাউন্ড নৈপুণ্য আশা করছে দলটি। ইংলিশ কাপ্তান ইয়ন মরগান আশা প্রকাশ করেছেন, পুরো টুর্নামেন্টেই আলো ছড়াবেন পাকি বংশোদ্ভূত মঈন মুনির আলী। ইংলিশদের তরুপের তাস আরেক স্পিনার আদিল রশিদ। উইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে তিনি ২.২ ওভার বোলিং করে মাত্র ২ রান দিয়ে দখল করেন ৪ উইকেট। এরপরও অবশ্য ম্যাচ সেরা হতে পারেননি আদিল। কারণ তিনি ক্যারিবীয় ইনিংসের শেষের দিকের উইকেটগুলো নিয়েছিলেন। কিন্তু সেরা হওয়া মঈনই মূলত ইংল্যান্ডকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন।
×