ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাকায় বিশ্ব তথ্যপ্রযুক্তি সম্মেলন নবেম্বরে

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ অক্টোবর ২০২১

ঢাকায় বিশ্ব তথ্যপ্রযুক্তি সম্মেলন নবেম্বরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’-এর ২৫তম আসর ‘ডব্লিউসিআইটি-২০২১’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন আগামী ১১-১৪ নবেম্বর অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের যেকোন প্রান্ত থেকে অনলাইনেও যুক্ত হওয়া যাবে। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ কম্পিউটার সমিতি- বিসিএসের সভাপতি শাহিদ-উল-মুনীর। ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড সার্ভিসেস এ্যালায়েন্সর (উইটসা) সেক্রেটারি জেনারেল জেমস এইচ পয়সান্ট অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী পলক বলেন, ‘প্রধান হাত ধরে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ নেতৃত্বে ১২ বছরের ব্যবধানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করা সম্ভব হয়েছে। ১৯ মাসে করোনাভাইরাস মহামারীতে আমরা কিছুই চলমান রাখতে পারতাম না, যদি না দেশ ডিজিটাল হতো। এ সময় আইসিটির কল্যাণেই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য, প্রশাসনিক কার্যক্রম এবং বিচারিক কাজ চলমান ছিল। বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতির দেশ থেকে একটি প্রযুক্তি ও মেধানির্ভর ডিজিটাল অর্থনীতিতে রূপান্তর করতে আইসিটিকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করছি।’ প্রযুক্তির অলিম্পিক খ্যাত ডব্লিউসিআইটি এবার বাংলাদেশ আয়োজন করছে। যার প্রতিপাদ্য ‘আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার’ বা প্রযুক্তির মাধ্যমেই সব খাতে সমতা আনা। পলক বলেন, ‘সরকার তথ্যপ্রযুক্তি সেবা গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। যাতে কেউ পিছিয়ে না থাকে। এতে ১২ বছর আগে যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৫৬ লাখ তা এখন ১২ কোটি ছাড়িয়ে গেছে।’ উইটসার উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি যৌথভাবে এ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি।
×