ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পতনের পরদিন সূচকের বড় উত্থান

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ অক্টোবর ২০২১

পতনের পরদিন সূচকের বড় উত্থান

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরপতনের একদিন পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২০ পয়েন্ট। চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ২৭৫ পয়েন্ট। আগেরদিন ডিএসইতে ১২০ পয়েন্টই কমেছিল। সূচকের এই বৃদ্ধির ফলে সার্বিক সূচকটি ফের সাত হাজার পয়েন্টের মনস্তাত্তিক সীমার ওপরে থাকল। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার ডিএসইতে আতঙ্ক ছড়ানো দরপতন ঘটেছে। ওইদিন ডিএসইতে সূচক কমেছিল ১২০ পয়েন্ট। সিএসইতে কমেছিল ৪শ’র পয়েন্টের বেশি। এর ফলে টানা দুদিন দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ সকাল থেকেই অব্যাহত থাকে। মূলত তাদের শেয়ার কেনার চাপেই সূচকটির ইতিবাচক প্রবণতা দেখা দেয়। দর বাড়তে থাকায় দিনটিতে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানের কারণে লেনদেন কমেছে। দিনটিতে বীমা-আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, প্রকৌশল এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আর তাতে বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের ৩১ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ২১২টি শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ২২টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৩৪০টির। আর অপরিবর্তিত ছিল ১৪টির।
×