ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঘারপাড়ার ৬ রাজাকার গ্রেফতার ॥ ট্রাইব্যুনালে সোপর্দ

প্রকাশিত: ২৩:১৯, ২৭ অক্টোবর ২০২১

বাঘারপাড়ার ৬ রাজাকার গ্রেফতার ॥ ট্রাইব্যুনালে সোপর্দ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ার আলোচিত ছয় অভিযুক্ত যুদ্ধাপরাধীকে আটক করেছে পুলিশ। আটকের পর তাদের ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সোপর্দ করা হয়েছে। যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি ও বাঘারপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করে বহুল আলোচিত ৬ যুদ্ধাপরাধীকে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি করা এক মামলায় ওই ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আটককৃতরা হচ্ছে বাঘারপাড়ার ধলগ্রামের আবুল হোসেন, হোসেন আলী, আবু বক্কর, আগড়া গ্রামের লুৎফর রহমান, খয়বার রহমান ও নুর ইসলাম। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়ে সংঘটিত হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় উল্লেখিত অভিযুক্ত ছয় রাজাকারের বিরুদ্ধে। মামলার পর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলা চলমান ও বিচারাধীন রয়েছে।
×