ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিসিসি’র নকল রশিদ বানিয়ে প্রতারনা

প্রকাশিত: ১৭:৫৯, ২৬ অক্টোবর ২০২১

বিসিসি’র নকল রশিদ বানিয়ে প্রতারনা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গভীর নলকূপ স্থাপনের বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের অনুমোদন ফি’র ভুয়া রশিদ তৈরি করে প্রতরনার মাধ্যমে অর্থ আত্মসাত করার অভিযোগে এক প্রতারককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। আটক মুন্না বেপারী সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার বারেক বেপারীর পুত্র ও স্যানিটারী মিস্ত্রি। মঙ্গলবার সকালে মুন্নাকে নগর ভবন থেকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইছাকাঠী মহামায়া এলাকার জনৈক কবির হোসেন গভীর নলকূপ বসানোর জন্য স্যানিটারী মিস্ত্রি মুন্নার সাথে এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়। সে অনুযায়ী কবির প্রাথমিক অবস্থায় মুন্নাকে ৭৫ হাজার টাকা পরিশোধ করেন। টাকা হাতে পেয়ে মুন্না প্রতারনার আশ্রয় নিয়ে সিটি কর্পোরেশনের অনুমোদন ফি’র একটি ভুয়া রশিদ তৈরি করে। পরবর্তীতে মুন্না ওই ভুয়া রশিদ কবিরকে সরবরাহ করে। কবির তা হাতে পেয়ে নলকূপ বসানোর কাজ শুরু করে। বিষয়টি টের পেয়ে সিটি কর্পোরেশন থেকে সংশ্লিষ্টরা ওইস্থানে গেলে প্রতারনার বিষয়টি ধরা পরে। পরবর্তীতে কৌশলে প্রতারক মুন্নাকে মঙ্গলবার সকালে নগর ভবনে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মুন্না জানায়, প্রতারনার আশ্রয় নেওয়ার পর বিষয়টি হাসিব নামের এক স্যানিটারী প্রতিষ্ঠানের মালিককে অবগত করেন। সে বিষয়টি দেখবেন বলে মুন্নার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, প্রতারনার বিষয়টি বুঝতে পেরে প্রতারক মুন্নাকে কৌশলে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×