ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কুলছাত্রী হত্যায় দু’জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১৭:৫৫, ২৬ অক্টোবর ২০২১

স্কুলছাত্রী হত্যায় দু’জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ এক স্কুলছাত্রীকে হত্যার দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের শফিকুল ইসলাম স্বপন ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পশ্চিম রায়গঞ্জ গ্রামের মোতালেব হোসেন। মামলা হওয়ার পর থেকে মোতালেব পলাতক। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মেনহাজ উদ্দিনের বাড়িতে কৃষি দিনমজুরের কাজ করতেন মোতালেব হোসেন। এ সময় স্কুলছাত্রী সুরাইয়ার সঙ্গে পাশের বাড়ির শরিফুল ইসলামের ঝগড়া হয়। এর জেরে শরিফুলের ভাই শফিকুল ইসলাম মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুসারে মোতালেব হোসেনকে হত্যার দায়্ত্বি দেওয়া হয়। ২০০২ সালের ৬ জুলাই রাতে মোতালেব ও শফিকুল ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে ধারালো ছুরি দিয়ে সুরাইয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সুরাইয়ার বাবা মেনহাজ উদ্দিন বাদী হয়ে কামারখন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত।
×