ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৪৫ ধারা উপেক্ষা

আশুলিয়ায় পুলিশের উপস্থিতে জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ১৭:৫৩, ২৬ অক্টোবর ২০২১

আশুলিয়ায় পুলিশের উপস্থিতে জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারের আশুলিয়ায় পুলিশের উপস্থিতে এক ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেনের লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকায় ব্যবসায়ী মতিনের জমিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রায় পনের বছর যাবত ওই এলাকায় পাঁচ কাঠা জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন ব্যবসায়ী মতিন। কয়েক দিন যাবত উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেনের লোকজন ওই জমিটি দখলের পাঁয়তারা করছিল। ব্যবসায়ী মতিন জানান, সম্প্রতি আদালত থেকে জমিটিতে ১৪৫ অর্থাৎ ইনজাংশন জারি করা হয়েছে। আদালতের নির্র্দেশ থাকা সত্ত্বেও এদিন সকালে আমার জমিতে নির্মাণ সামগ্রী নিয়ে আসে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের লোকজন। পরে তারা আশুলিয়া থানার এসআই সামিউল হকসহ সঙ্গীয় সশস্ত্র ফোর্সদের উপস্থিতে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করে। আমরা এতে বাঁধা দিলে মাহাবুব আলম নামে আমাদের এক কর্মচারীকে পুলিশ থানায় তুলে নিয়ে যায়। এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ বিচার দাবী করছি। জমি দখলের বিষয়টি অস্বীকার করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান, জমিটির মালিক আমি না, জমিটির মালিক এক জন মেজর। আমার লোকজন জমিটি দখল করতে যায়নি। জানতে চাইলে এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সামিউল হকের সঙ্গে মুঠোফোনে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
×