ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ১৭:৩৪, ২৬ অক্টোবর ২০২১

রংপুরের পীরগঞ্জে সহিংসতার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজনের কাছ থেকে হিন্দুদের বাড়ি থেকে লুট হওয়া মাছ ধরার একটি জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র। গ্রেফতাররা হলেন, পলাশ হোসেন (৩৫), শাফিকুর রহমান (২৬) ও আশিকুর রহমান (২৪)। সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের একজনের কাছে মাছ শিকারের একটি ঝাকি জাল পাওয়া যায়। গ্রেফতার সবাই হিন্দুপল্লীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের মামলার আসামি। তাদের আজ মঙ্গলবার যে কোনো সময় আদালতে নেয়া হবে। এদিকে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মো. কামরুজ্জামান জানান, বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে সহিংসতার ঘটনায় চারটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি এবং হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় একটি মামলা রয়েছে। এখন পর্যন্ত দু'দফায় ৫০ জন আসামি রিমান্ডের আওতায় এসেছে। নতুন তিনজনসহ এখন পর্যন্ত ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গ্রেফতারদের মধ্যে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া ও সহিংসতার ঘটনা উসকে দেওয়ার অন্যতম হোতা পরিতোষ সরকার, উজ্জ্বল হোসেন, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈকত মন্ডল ও মসজিদের ইমাম রবিউল ইসলামসহ অনেকেই রয়েছেন। তারা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করেছেন।
×