ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা হিসেবে ইসমাইল হোসেনের নাম অন্তর্ভুক্তির দাবি

প্রকাশিত: ১৩:১১, ২৬ অক্টোবর ২০২১

মুক্তিযোদ্ধা হিসেবে ইসমাইল হোসেনের নাম অন্তর্ভুক্তির দাবি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ মুক্তিযুদ্ধকালীন রৌমারী ইয়ুথ ক্যাম্পের পরিচালক, ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তিনি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত সিরাজগঞ্জ মহুকুমা পুর্ণগঠনে মহুকুমা প্রশাসক হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। যাকে এসডিও ইসমাইল নামে সিরাজগঞ্জের মানুষ চেনেন। সেই ইসমাইল হোসেনের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিষয়টি নিয়ে তিনি বিমর্ষ হয়ে উঠেছেন। তিনি ক্ষোভ ও দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে অবিলম্বে তার নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরে বলেছেন তৎকালীন পুর্ব পাকিস্তান ছাত্রলীগের মনোনয়ন নিয়ে সিরাজগঞ্জ কলেজে ১৯৬৭-৬৮ সালে জিএস ছিলাম। উনসত্তরের গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে কাজ করেছি। ভারতে প্রশিক্ষণ নিয়ে দেশের অভ্যন্তরে পাকি হায়েনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েও মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকা বড়ই বেদনার। তবে তিনি ২০১৭ সালের তালিকা প্রণয়নকালে দেশে না থাকায় তার ব্যর্থতার কথা স্বীকার করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড, হোসেন আলী হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, বীর মুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী, বিমল কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহরাব হোসেন, বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তালুকদার মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান প্রমুখ।
×