ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৩ দোকানে জরিমানা

প্রকাশিত: ১২:০১, ২৬ অক্টোবর ২০২১

শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ৩ দোকানে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার ও ড্রাইভারবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকালে এসব তথ্য জানালেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট মোঃ মিনহাজুল ইসলাম। এর আগে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর (ইউএনও) নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে হাজী নূর কসমেটিক্সকে ৩ হাজার টাকা, একই অপরাধে প্রতিদিন জেনারেল স্টোরকে ৩ হাজার টাকা এবং পণ্যের কৌটায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অধিক ওজনের মিষ্টান্নের প্যাকেট ব্যবহার করায় কাশফুল সুইটসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম বলেন- মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৬ ও ৫১ ধারা অনুযায়ী ওই পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে। র্যাব-৯ সিপিসি ১ হবিগঞ্জের সার্জেন্ট মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে একটি দল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করে।
×