ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচন

দুই বিভাগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে আজ

প্রকাশিত: ০১:৪০, ২৬ অক্টোবর ২০২১

দুই বিভাগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে আজ

বিশেষ প্রতিনিধি ॥ একদিন বিরতি দিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি বৈঠক সোমবার প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। বিকেল থেকে রাত অবধি অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় এই দুই বিভাগের উল্লেখযোগ্য সংখ্যক ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আজ মঙ্গলবার এ দুটি বিভাগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আবদুলাহ, কাজী জাফরউল্লাহ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, রশিদুল আলম উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ৫ হাজার ৫৮৬ জন দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে নৌকার প্রার্থী বাছাই শুরু করেছিল আওয়ামী লীগ। বৃহস্পতিবার প্রথম দিনের সভায় রাজশাহী ও রংপুর বিভাগের প্রার্থী বাছাই করা হয়। পরদিন শুক্রবার দ্বিতীয় দিনের সভায় চূড়ান্ত করা হয় খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থী। শনিবার তৃতীয় দিনের বৈঠকে চূড়ান্ত করা হয়েছিল ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী তালিকা। প্রথম, দ্বিতীয় দফা শেষে তৃতীয় ধাপেরও ইউনিয়ন পরিষদের দলের প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়নপ্রত্যাশীদের দলের প্রতি ত্যাগ, ক্লিন ইমেজ, শিক্ষাগত যোগ্যতা এবং নির্বাচনী এলাকায় জনপ্রিয়তাকে প্রাধান্য দেয়া হচ্ছে। দলের সিদ্ধান্ত অমান্য করে অতীতে বিদ্রোহী প্রার্থী হওয়া কোন মনোনয়নপ্রত্যাশীকেই আওয়ামী লীগ মনোনয়ন দিচ্ছে না। ক্ষমতার অপব্যবহার, ইমেজ ক্ষুণœকারী কর্মকা-ে জড়িত থাকায় এবার অনেক বর্তমান চেয়ারম্যানকে মনোনয়ন না দিয়ে সেক্ষেত্রে নতুন মুখ আনছে আওয়ামী লীগ।
×