ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৩ প্রাইভেটকার থেকে বিপুল মাদক জব্দ

প্রকাশিত: ০১:৩৫, ২৬ অক্টোবর ২০২১

৩ প্রাইভেটকার থেকে বিপুল মাদক জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে নির্মাণাধীন বহুতল ভবনের ছয়তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে তিনটি প্রাইভেটকার থেকে বিপুল মাদকদ্রব্যসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, রাজধানীর মিরপুরে নির্মাণাধীন বহুতল ভবনের ছয়তলা থেকে পড়ে মনিরুল ইসলাম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তিনি বর্তমানে মিরপুর ১২ নম্বর মোল্লার বস্তিতে থাকতেন। নিহতের সহকর্মী তহুরুল ইসলাম জানান, তারা মিরপুর ১২ নম্বর সেকশনের আড়ং শোরুমের ১২তলা ভবনে রিপিয়ারিংয়ের কাজ করছিলেন। ৬তলা ভবনটিতে মাচান বেঁধে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন রাজমিস্ত্রি মনিরুল ইসলাম। কাজ করার একপর্যায়ে অনবধানবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে মিরপুর ইসলামিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে দুটি প্রাইভেটকারের ভেতর থেকে এক মণ গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ সোহেল (৩৫), মোঃ শরিফ মিয়া (৩৫), মোঃ তরিকুল ইসলাম (৪০) ও মোঃ মোস্তফা কামাল (৪০)।
×