ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলছে ‘বাংলাদেশ কালেক্টরস শো’

প্রকাশিত: ০১:১৩, ২৬ অক্টোবর ২০২১

চলছে ‘বাংলাদেশ কালেক্টরস শো’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী এক ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব (বিএমসিসি)। দেশের সকল শাখার সংগ্রাহকদের সমন্বয়ে ‘বাংলাদেশ কালেক্টরস শো-২০২১’ শিরোনামের প্রদর্শনীটি শুরু হয়েছে ১৫ অক্টোবর, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। বৈশ্বিক মহামারীর এই ক্রান্তিলগ্নে সংগ্রাহক তথা সাধারণ মানুষের মেধা-মনন, ইতিহাস-সংস্কৃতি ও বিনোদন চর্চার ক্ষেত্রে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করছেন। দেশের বিভিন্ন শাখার ১২১ জন সংগ্রাহকের ১৫৬টি আইটেম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। নফপং২১.নষড়মংঢ়ড়ঃ.পড়স এই ওয়েবসাইটে গিয়ে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এই প্রদর্শনী দেখা যাবে। ৩০ অক্টোবর সকল অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনীর পর্দা নামবে। প্রদর্শনী সম্পর্কে বিএমসিসি মহাসচিব রাসেল রহমান শিমুল বলেন, আমরা এ আয়োজনে অভূতপূর্ব সাড়া পেয়েছি।
×