ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্কটিশদের গুঁড়িয়ে আফগানিস্তানের অনায়াস জয়

প্রকাশিত: ০১:০৪, ২৬ অক্টোবর ২০২১

স্কটিশদের গুঁড়িয়ে আফগানিস্তানের অনায়াস জয়

রুমেল খান ॥ ম্যাচে ফেভারিট ছিল আফগানিস্তানই। তারাই জিতবে, এমনটাই অনুমেয় ছিল। কিন্তু তাই বলে প্রতিপক্ষ স্কটল্যান্ড এভাবে হারবে, এভাবে অসহায় আত্মসমর্পণ করবে, এমনকি পুরো ২০ ওভারও খেলতে পারবে না, এতটা আশা করেননি ক্রিকেটপ্রেমীরা। অথচ সেটাই ঘটল সোমবার রাতে, আইসিসি টি২০ বিশ^কাপ আসরের ১৭ নম্বর এবং সুপার টুয়েলভ পর্বের বি-গ্রুপের ম্যাচে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আফগানিস্তান ১৩০ রানের বড় ব্যবধানে অনায়াসেই হারায় স্কটল্যান্ডকে। অসাধারণ বোলিংয়ের সুবাদে বিজয়ী দলের মুজিব উর রহমান ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। টসে জিতে আফগান দল আগে উইলোবাজি করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশ বড় সংগ্রহ গড়ে তোলে তারা। নজিবুল্লাহ জারদান ৫৯ রান করে দলের টপ স্কোরার হন। এছাড়া রহমতুল্লাহ গুরবাজের ৪৬ ও হযরতুল্লাহ যাযাইয়ের ৪৪ রান ছিল উল্লেখযোগ্য। সাফিয়ান শরীফ (২/৩৩), মার্ক ওয়াট (১/২৩) এবং জশ ড্যাভে (১/৪১) ছিলেন স্কটল্যান্ডের উইকেট শিকারি তিন গোলকবাজ। জবাবে ব্যাট করতে নেমে আফগান বোলারদের তোপের মুখে পড়ে নাভিশ^াস ওঠে স্কটিশ ব্যাটারদের। নিয়মিত বিরতিতে টপাটপ ‘পটোল’ তুলে প্যাভিলিয়নে ফিরতে থাকেন তারা। ১০ ওভার ব্যাটিং করেই মাত্র ৬০ রানে ‘প্যাকেটবন্দী’ হয়ে যায় পুরো দল! তাদের ৫ ব্যাটারই শূন্য রানে ‘জীবন’ দেন! দুই অঙ্কের রান করেন মাত্র তিন উইলোবাজ। তারা হলেন জর্জ মুন্সে (২৫), ক্রিস গ্রিভস (১২) এবং অধিনায়ক কাইলি কোয়েটজার (১০)। স্কটিশ ব্যাটিং লাইনে মূলত ধস নামান দুই আফগান বোলার মুজিব উর রহমান (৫/২০) এবং রশিদ খান (৪/৯)। অপর উইকেটটি যায় নাভিন-উল-হকের (১/১২) ঝুলিতে। এই জয়ে বি-গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল আফগান দল (১ ম্যাচে ২ পয়েন্ট)। সমান ম্যাচে সমান পয়েন্ট তাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেরও। তবে রান রেটে এগিয়ে থাকায় আফগানিস্তানই আছে এক নম্বরে। ১ ম্যাচে ০ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে চারে।
×