ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের খোঁজে মুখোমুখি উইন্ডিজ-দ.আফ্রিকা

প্রকাশিত: ০০:১৪, ২৬ অক্টোবর ২০২১

জয়ের খোঁজে মুখোমুখি উইন্ডিজ-দ.আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ^কাপে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের শুরুটা একদমই ভালো হয়নি। গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ডের কাছে এবার প্রথম ম্যাচেই কাইরন পোলার্ডের দল হেরে গেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। তারও চেয়ে বিস্ময়কর দুবাইয়ে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, নিকোলস পুরানদের নিয়ে গড়া ব্যাটিং লাইন! অন্যদিকে দক্ষিণ আফ্রিকা অবশ্য অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিল। শেষ ওভারে টেম্ব বাভুমার দল হেরেছিল ৫ উইকেটে। দু’দলই আছে বিশ^কাপে প্রথম জয়ের খোঁজে। পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া পোলার্ড এবং বাভুমা। দুবাইয়ে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল চারটায়। টি২০তে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। জয়ের পাল্লাটা ভারি দক্ষিণ আফ্রিকার। ৯ ম্যাচ জিতেছে তারা। ৬টিতে ওয়েস্ট ইন্ডিজ। এ বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে আজ দুবাইয়ের ব্যর্থতা ক্যারিবীয়দের তাড়া করে ফিরবে। ১৪.২ ওভারে ৫৫ রানে অলআউট। দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন কেবল গেইল (১৩ বলে ১৩)। বাকি সবাই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে। টি২০ ইতিহাসে যেটি তাদের সর্বনি¤œ রানের লজ্জার রেকর্ড, ‘এটি হতাশাজনক এবং খুবই লজ্জার। এটা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই। একজন ক্যারিবিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’ বলছিলেন কিংবদন্তি ব্রায়ান লারা। তবে প্রথম ম্যাচের দুঃস্মৃতি ভুলে নতুন করে শুরু করতে চান উইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। তিনি বলেন, ‘আমরা সারা বিশ্বে ক্রিকেট খেলেছি এবং আমাদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভিজ্ঞতা আছে। তবে এই ধরনের ম্যাচগুলো আমাদের দ্রুত ভুলে যেতে হবে। আমাদের ভুলগুলো খুঁজে বের করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশ যুবারা হোয়াইটওয়াশ শ্রীলঙ্কার কাছে স্পোর্টস রিপোর্টার ॥ বড়রা হাতছাড়া করলেন টি২০ বিশ্বকাপের ম্যাচ। এবার একই দেশের কাছে বড় লজ্জায় ডুবল ছোটরাও। শ্রীলঙ্কা সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে ৫-০’তে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। সোমবার ডাম্বুলায় সিরিজের পঞ্চম ওয়ানডেতে মাত্র ৪ রানে হেরে গেছে বাংলাদেশের যুবারা। আগের ম্যাচগুলোতেও কাছে গিয়ে এমন হার দেখতে হয়েছিল তাদের। ৯ উইকেটে এদিন ২৪০ রান করে লঙ্কান অনুর্ধ-১৯ দল। জবাবে পুরো ৫০ ওভার খেলে ২৩৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
×