ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারীকে ছুরি মেরে হত্যা

প্রকাশিত: ০০:০২, ২৬ অক্টোবর ২০২১

নারীকে ছুরি মেরে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বংশালে পান্না বেগম (৪০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা নিহতের পিঠে ছুরি মেরেছে। যা তার পিঠ ভেদ করে পেটে চলে আসে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের মালামাল নিয়ে যায় তারা। তিনি সুরিটোলার সিদ্দিক বাজার এলাকার ৩৭/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। নিহতের ছেলে জুবায়ের জানান, রবিবার রাত ১১টার দিকে সুরিটোলার সিদ্দিক বাজার এলাকার বাসায় এসে দেখি দরজা খোলা। মা পান্না বেগম বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন। তার পিঠে ছুরি ঢুকানো অবস্থায় ছিল। এ সময় মায়ের হাতের চুড়ি, নাকের ফুল, কানের দুল কোন কিছুই নেই। নাকের ওপরে সামান্য কাটা দাগ দেখতে পাই। অনুমোদনহীন ওষুধ জব্দ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে অনুমোদনবিহীন বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ জব্দ করেছে পুলিশ। এ সময় ওষুধ কারখানার মালিক মোহাম্মদ জহিরকে গ্রেফতার করা হয়। ডিবি লালবাগের কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মোঃ সাইফুর রহমান আজাদ জানান, রবিবার গভীররাতে খিলগাঁওয়ের পূর্বনন্দী পাড়ার নেওয়াজবাগ এলাকার একটি বাসার নিচতলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নকল আয়ুর্বেদিক ওষুধসহ কারখানার মালিক মোহাম্মদ জহিরকে গ্রেফতার করা হয়। জহির ওষুধ তৈরি ও বিক্রির জন্য ওষুধ প্রশাসনের কোন কাগজ দেখাতে পারেননি।
×