ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ বছরের মেয়েকে দেশের বাইরে না নিতে বাবার ওপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৩:২৯, ২৬ অক্টোবর ২০২১

পাঁচ বছরের মেয়েকে দেশের বাইরে না নিতে বাবার ওপর নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার ॥ পাঁচ বছরের কন্যাকে দেশের বাইরে না নিতে বাবা মুসফেক আলমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে ওই সন্তানকে মায়ের জিম্মায় দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এদিকে কর্মস্থল ও শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। রাজারবাগ দরবার শরিফের সব সম্পদের বিষয়ে তদন্ত করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত চেয়ে রাজারবাগ পীরের করা আবেদনের আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আপীল বিভাগ। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। রিট কার্যতালিকা থেকে বাদ ॥ কর্মস্থল ও শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের রায় বাস্তবায়ন চেয়ে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাজারবাগ পীরের আবেদনের বিষয়ে আদেশ আজ মঙ্গলবার ॥ রাজারবাগ দরবার শরিফের সব সম্পদের বিষয়ে তদন্ত করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিত চেয়ে রাজারবাগ পীরের করা আবেদনের আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন আপীল বিভাগ। আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপীল বিভাগ এই আদেশ দেন।
×