ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিলুপ্তপ্রায় ‘শেলিস ঈগল’

প্রকাশিত: ২৩:২৮, ২৬ অক্টোবর ২০২১

বিলুপ্তপ্রায় ‘শেলিস ঈগল’

প্রায় ১৫০ বছর পর অবশেষে আফ্রিকার জঙ্গলে দেখা মিলল বিশেষ এক ধরনের পেঁচার। ঘানার একটি জঙ্গলে ওই পেঁচার দেখা পেয়েছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এই পেঁচাটিকে ‘শেলিস ঈগল’ বলে ডাকা হয়। এতদিন পর এর দেখা পাওয়াটাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা। ধারণা করা হয় পেঁচার এই প্রজাতিটি গোটা বিশ্বে মাত্র কয়েক হাজারই টিকে আছে। এর অস্তিত্ব বিলুপ্তপ্রায়। ১৮৭০ সালের পর এ পাখিটার দেখা পাওয়ার কোন রেকর্ড কারও কাছে নেই। এক সপ্তাহ আগে সেই পাখিটিরই দেখা পেলেন ড. জোসেফ তোবিয়াস ও ড. রবার্ট উইলিয়ামস। তারা মাত্র ১৫ সেকেন্ডের জন্য পাখিটির দেখা পেয়েছিলেন। কিন্তু তার মধ্যেই তারা পেঁচাটির কয়েকটি ছবি তুলে নিতে সক্ষম হন। -ইন্ডিপেন্ডেন্ট
×