ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাইগারদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, কাল ইংল্যান্ডের মুখোমুখি

প্রকাশিত: ২৩:২৬, ২৬ অক্টোবর ২০২১

টাইগারদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ, কাল ইংল্যান্ডের মুখোমুখি

শাকিল আহমেদ মিরাজ ॥ টি২০ বিশ^কাপে বাংলাদেশের সময়টা যাচ্ছে উত্থান-পতনের মধ্য দিয়ে। ধারাবাহিক হতে পারছে না মাহমুদুল্লাহ রিয়াদের দল। রাউন্ড ওয়ানের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারের ধাক্কা সামলে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টানা দুই জয়ে সুপার টুয়েলভে উঠে আসে টাইগাররা। কিন্তু ‘আসল’ বিশ^কাপে এসে শুরুটা ভাল হয়নি। পাওয়ার হিটিংয়ে ঘাটতি এবং বাজে ফিল্ডিংয়ের খেসারত দিয়ে শারজায় শ্রীলঙ্কার কাছে হার ৫ উইকেটে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইন্ডিজকে উড়িয়ে দিয়ে শুরুটা করেছে দুর্দান্ত। আবুধাবিতে বুধবারের ম্যাচটা টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে বিশ^কাপে আজ রয়েছে দুটি খেলা। দুবাইয়ে দিনের প্রথম ম্যাচে আসরে প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। শারজায় রাতে টগবগ করে ফুটতে থাকা পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাবর আজমদের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। অন্যদিকে পাকিদের বিপক্ষে কঠিন এই ম্যাচ দিয়ে মিশন শুরু করতে যাচ্ছে কেন উইলিয়ামসনের দল। শ্রীলঙ্কার কাছে হারের পর অনেক কিছু নিয়েই কথা হচ্ছে। সবচেয়ে বেশি কথা হচ্ছে লিটন দাসের বাজে ফিল্ডিং নিয়ে। মোহাম্মদ নাইম (৫২ বলে ৬২) ও মুশফিকুর রহিমের (৩৭ বলে ৫৭*) জোড়া হাফ সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ। জবাবে চারিথ আসালাঙ্কা (৪৯ বলে ৮০*) ও ভানুকা রাজাপাক্ষের (৩১ বলে ৫৩) মারকাটারি ব্যাটিংয়ে ১ ওভার ১ বল হাতে রেখেই ৫ উইকেটের বড় জয় তুলে নেয় লঙ্কানরা। লিটন প্রথম ক্যাচটি মিস করেন ভানুকা রাজাপাক্ষের। ১৪ রানে স্কয়ার লেগে জীবন পেয়েছিলেন তিনি। আফিফের বলে উড়িয়ে মেরেছিলেন, বাউন্ডারি লাইনের আগেই বল পড়ছিল। কিন্তু লিটন তালুবন্দি করতে পারেননি। সেই রাজাপাক্ষে চার-ছক্কার ঝড় তুলে মাত্র ৩১ বলে ৩টি করে চার-ছয়ে ৫৩ রান করে থামেন। শুধু রাজাপাক্ষে নয়, ম্যাচ জেতানো ইনিংস খেলা চারিথ আসালাঙ্কা ৬৩ রানের সময় পয়েন্টে বেঁচে যান লিটনের হাত থেকেই। ১৫তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে পয়েন্টে দ্বিতীয়বারের মতো ক্যাচ ছাড়েন লিটন। এরপর লঙ্কান ব্যাটসম্যান আরও ১৭ রান যোগ করেন। ৪৯ বলে ৫টি করে চার-ছয়ের মারে ৮০ রান করেন আসালাঙ্কা। তিনিই ম্যাচটি শেষ করে আসেন। ‘ফিল্ডিংয়ে আমরা কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। সেগুলো নিজেদের পক্ষে আনতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। সামনের ম্যাচে ভুলগুলো শুধরে নিতে চাই। আশা করছি আমরা তাদের (ইংল্যান্ডের) বিপক্ষে ভাল প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’ বলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। ইংল্যান্ডের সঙ্গে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কারণ ইয়ন মরগানের দল ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করেছে প্রথম ম্যাচে, জিতেছে ৬ উইকেট। উড়তে থাকা ইংলিশদের সামনে লড়তে হবে মাহমুদুল্লাহদের। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি২০ ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের। ওয়ানডেতে ২০১১ বিশ্বকাপে ২ উইকেটে ও ২০১৫ বিশ্বকাপে ১৫ রানে হারিয়ে চমকে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার টি২০তে ইংলিশবধের পালা। এদিকে টি২০ বিশ^কাপে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের শুরুটা একদমই ভাল হয়নি। গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ডের কাছে এবার প্রথম ম্যাচেই কাইরন পোলার্ডের দল হেরে গেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। তারও চেয়ে বিস্ময়কর দুবাইয়ে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, নিকোলস পুরানদের নিয়ে গড়া ব্যাটিং লাইন! অন্যদিকে দক্ষিণ আফ্রিকা অবশ্য অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিল। শেষ ওভারে টেম্ব বাভুমার দল হেরেছিল ৫ উইকেটে। দু’দলই আজ বিশ^কাপে প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে। পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে মরিয়া পোলার্ড এবং বাভুমা। ওদিকে যেকোনো ঘরানার বিশ^কাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে টগবগ করে ফুটতে থাকা বাবর আজমদের লক্ষ্য নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নেয়া। গত এক দশকে আমিরাতকে দ্বিতীয় হোম ভেন্যু বানিয়ে মনে রাখার মতো সব সাফল্য পাওয়া পাকিদের লক্ষ্য একের পর এক ম্যাচ জেতা। বিপরীতে টানা দুটি ওয়ানডে বিশ^কাপের ফাইনালে হারের দুঃখ কিউইরা ঘোচাতে চায় টি২০ বিশ^কাপ দিয়ে। অধিনায়ক কেন উইলিয়ামসন জানেন, কাজটা সহজ নয়, কিন্তু ধারবাহিকতা এবং অদম্য মানসিকতায় সব বাধা পেরোতে চান তিনি।
×