ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় স্টিল মিলে গলিত লোহার আগুনে ৫ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ২১:০৫, ২৫ অক্টোবর ২০২১

ফতুল্লায় স্টিল মিলে গলিত লোহার আগুনে ৫ শ্রমিক দগ্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকায় একটি স্টিল মিলে গলিত লোহার আগুনে কারখানার পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। এদেরকে উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে সিএইচআরএম নামের কারখানাটিতে এ ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- সোহেল রানা (৩৬), লিটন (৩৫), আরিফ (২৭), বিল্লাল হোসেন (৩৫) ও মোহাম্মদ আলী (২৬)। সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। ফায়ার সার্ভিস ও কারখানার লোকজন জানান, সোমবার দুপুরে সিএইচআরএম কারখানায় লোহা গলানোর সময় গলিত লোহা ছিটকে ৫ শ্রমিক দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান বলেন, স্টিল মিলে দগ্ধ ৫ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাষ্টিক সার্জারী ইউনিটের ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাগ আল আরেফিন জানান, সিএইচআরএম নামের স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। ফতুল্লা মডেল থানার ওসি মোঃ রাকিবুজ্জামান বলেন, শুনেছি স্টীল কারখানায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারব।
×