ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্লোবাল গেইনের সিইও গ্রেফতার

প্রকাশিত: ২০:০৮, ২৫ অক্টোবর ২০২১

গ্লোবাল গেইনের সিইও গ্রেফতার

অনলাইন রিপোর্টার ॥ ই-কমার্স প্রতিষ্ঠান গ্লোবাল গেইন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাইফুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়েছে। প্রতারণার দায়ে গতকাল রবিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার পুলিশ তাকে গ্রেফতার করে। সৈয়দ সাইফুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার বেলগাড়ী সাদিপুকুর পাড়ার মৃত আকতারুজ্জামানের ছেলে। প্রতারণার শিকার গ্রাহক জাহাঙ্গীর আলমের দায়ের করা মামলায় সোমবার (২৫ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম নগরীর পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। প্রতিষ্ঠানটিতে সোয়া ৮ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের সঙ্গে গ্রেফতার সাইফুল ইসলামসহ তার অন্যান্য সহযোগীদের পরিচয় হয়। ওই সময় তারা অনলাইনে গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল নামে কোম্পানি খুলে ই-কমার্সের ব্যবসার কথা জানান। আসামীরা জাহাঙ্গীর আলমকেও তাদের কোম্পানিতে বিনিয়োগ করতে বলেন। প্রতি এক লাখ টাকা বিনিয়োগে প্রতিদিন ৪০০ টাকা লভ্যাংশ দেয়ার আশ্বাস দেয়া হয় জাহাঙ্গীর আলমকে। তাদের কথামতো গ্লোবাল গেইন ইন্টারন্যাশনালে জাহাঙ্গীর আলম ৮ লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করেন। তাকে ওয়েবসাইটে মোট ২৮টি অ্যাকাউন্ট খুলে দেয়া হয়। জাহাঙ্গীর আলম ছাড়াও প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ৩৬ লাখ ৮৫ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে। গোলাম রুহুল কুদ্দুস আরও বলেন, মামলা রুজুর পর বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন ও মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শাহ টিম নিয়ে অভিযান শুরু করেন। আসামিদের অবস্থান শনাক্ত করে রবিবার বেলা আড়াইটার দিকে সৈয়দ সাইফুল ইসলামকে গ্রেফতার করে। মামলায় আরও কয়েকজন পলাতক আসামি রয়েছেন। পলাতক আসামিসহ এ কাণ্ডে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
×