ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুগন্ধার ভাঙনে হুমকিতে এয়ারপোর্টের রানওয়ে

প্রকাশিত: ১৩:৩৯, ২৫ অক্টোবর ২০২১

সুগন্ধার ভাঙনে হুমকিতে এয়ারপোর্টের রানওয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম ক্ষুদ্রকাঠী গ্রামে সুগন্ধার ভাঙনে রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘন্টার ব্যবধানে পাঁচটি বসত ঘর, একটি মসজিদ ও একটি ঈদগাহ ময়দান বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পরেছে ভাঙনের ১৫০গজ দূরে থাকা বরিশাল এয়ারপোর্টের রানওয়ে ও অর্ধ শতাধিক ঘর-বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। সুগন্ধার তীব্র ভাঙন অব্যাহত থাকায় আতংকিত হয়ে পরেছে নদী পাড়ের বাসিন্দারা। সর্বশেষ ভাঙনে ঘর-বাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন ওই গ্রামের বাসিন্দা ইদ্রিস বেপারী, সিদ্দিক বেপারী, ওমর আলী, খলিল হাওলাদার ও বজলুল হক হাওলাদার। এছাড়া পশ্চিম ক্ষুদ্রকাঠী জামে মসজিদ ও ঈদগাহ ময়দান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, স্থানীয়দের সহায়তায় নদী পাড়ের ঘর-বাড়ি ও গাছ-পালা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ভাঙনের তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ক্রমেই সুগন্ধার গ্রাস এয়ারপোর্ট সীমানার দিকে এগোচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করা না হলে বরিশাল এয়ারপোর্টের রানওয়ের উত্তর মাথাসহ ক্ষুদ্রকাঠী গ্রামটি অচিরেই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। খবর পেয়ে সোমবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম জেলা প্রশাসককে মোবাইল ফোনে ভাঙন পরিস্থিতির বর্তমান অবস্থা জানিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, নদী ভাঙনরোধে জরুরী ভিত্তিতে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন পাঠানো হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সকল ধরনের সরকারী সহায়তা করা হবে।
×