ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে তুচ্ছ ঘটনায় বাঙালী চাকমা সংঘর্ষ, আহত ৯

প্রকাশিত: ০১:৫০, ২৫ অক্টোবর ২০২১

টেকনাফে তুচ্ছ ঘটনায় বাঙালী চাকমা সংঘর্ষ, আহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফে ‘তুচ্ছ ঘটনায়’ বাঙালী ও চাকমা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে উভয়পক্ষের অন্তত নয়জন আহত হয়। ঘটনার সময় বৌদ্ধ বিহারের একটি রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। টেকনাফ থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, রবিবার বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার ব্যাপারে একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। স্থানীয়দের বরাতে ওসি হাফিজুর বলেন, একটি ‘তুচ্ছ ঘটনার’ জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ে দুই পক্ষের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ওসি বলেন, ‘চাকমা সম্প্রদায়ের দাবি- দুপুরে কাটাখালী চাকমা পল্লীতে ‘কাটাখালী অরণ্য বৌদ্ধ বিহারের’ নলকূপে কয়েকজন চাকমা তরুণী হাড়ি-পাতিল ধোয়ার কাজ করছিলেন। এ সময় সেখান দিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বাঙালী যুবক ওই তরুণীদের উত্ত্যক্ত করে। ওসি বলেন, এ নিয়ে ওই তরুণীদের শোর-চিৎকারে স্থানীয় কয়েকজন চাকমা যুবক ঘটনাস্থলে আসেন। এরপর বাঙালী ও চাকমা যুবকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওসি বলেন, পরে বিকেলে এ ঘটনার জেরে বাঙালী যুবকরা বৌদ্ধ বিহারটির ঝুপড়ির আদলের তৈরি রান্নাঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে চাকমা লোকজনের ওপর হামলা চালায়। অন্যদিকে বাঙালীদের বরাতে হাফিজুর বলেন, দুপুরে নিজেদের ধানখেত থেকে বাড়ি ফেরার পথে কাটাখালী চাকমা পল্লী এলাকায় এক বাঙালী যুবককে স্থানীয় ২/৩ জন চাকমা যুবক থামায়। এ সময় তার কাছে ইয়াবা ট্যাবলেট থাকার দাবি করে দেহ তল্লাশি শুরু করে। এতে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে সেখানে আরও ২/৩ জন বাঙালী যুবক উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিকেলে এ ঘটনার জেরে চাকমা লোকজন সংগঠিত হয়ে বাঙালীদের ওপর হামলা চালায় বলে ওসি জানান।
×