ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইকবালের দেখানো মতে হনুমানের মূর্তির গদা উদ্ধার

প্রকাশিত: ০১:১৫, ২৫ অক্টোবর ২০২১

ইকবালের দেখানো মতে হনুমানের মূর্তির গদা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ॥ কুমিল্লা নগরীর একটি পূজামন্ডপে কোরান অবমাননার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দায়ের করা মামলাটি সিআইডিতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ। এ মামলার প্রধান অভিযুক্ত আসামি ইকবাল হোসেনসহ ৪ আসামিকে শনিবার কুমিল্লার আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শনিবার থেকেই ওই ৪ আসামি পুলিশ রিমান্ডে রয়েছে। এদিকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ মামলার প্রধান আসামি ইকবালের দেখানো মতে হনুমানের মূর্তির থেকে নেয়া গদাটি পুলিশ দারোগা বাড়ি মাজার সংলগ্ন পুকুর পাড়ের একটি বাড়ির নিচ থেকে উদ্ধার করেছে। গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়া দীঘির পাড়ের পূজাম-পে কোরান অবমাননার ঘটনায় ওইদিন কোতোয়ালি মডেল থানার এসআই হারুন অর রশীদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও অবমাননা করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় যে মামলাটি দায়ের করেন- ইকবালকে আটকের পর ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়াও পুলিশকে ৯৯৯-এ ফোন করা ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুনকেও একই মামলায় আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়। ইকবালসহ উক্ত ৪ আসামিকে এ মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মিথিলা জাহান উর্মির আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওইদিনই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, কোরান অবমাননার এ মামলাটি সিআইডিতে স্থানান্তরের জন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ দেয়া হয়েছে। সে মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে রবিবার রাত সাড়ে ১১টার দিকে কোরান অবমাননা মামলার প্রধান আসামি ইকবালের দেখানো মতে হনুমানের মূর্তির গদাটি পুলিশ দারোগা বাড়ি মাজার সংলগ্ন পুকুরের দক্ষিণ পাড়ের চৌধুরী ভবনের পাশ ঘেঁষে পরিত্যক্ত অবস্থায় থেকে উদ্ধার করেছে। এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম, ডিবির ওসি সত্যজিৎ বড়ুয়াসহ সিআইডির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×