ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইপিএলে সিটির গোলোৎসব

প্রকাশিত: ২২:৫৪, ২৫ অক্টোবর ২০২১

ইপিএলে সিটির গোলোৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে গোলোৎসব করে জয় পেয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ব্রাইটনকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে সফরকারী সিটি। এছাড়া ওয়াটফোর্ড ৫-২ গোলে এভারটনকে হারিয়েছে। আর ক্রিস্টাল প্যালেস-নিউক্যাসল ইউনাইটেড ও লিডস ইউনাইটেড-ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ম্যাচ দু’টি ১-১ গোলে ড্র হয়েছে। ২-২ গোলে অমীমাংসিত থেকেছে সাউদাম্পটন ও বার্নলির মধ্যকার ম্যাচ। বর্তমানে নয় ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন্স লীগের চ্যাম্পিয়ন চেলসি। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের মাঠে সিটির জয়ে জোড়া গোল করেন ফিল ফোডেন। একটি করে গোল করেন ইকাই গুন্ডোগান ও রিয়াদ মাহরেজ। দাপুটে পারফরম্যান্সে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল পায় পেপ গার্ডিওলার দল। গোল করেন জার্মান মিডফিল্ডার গুন্ডোগান। এরপর চার মিনিটের ব্যবধানে আরও দুই গোল ম্যাচ পুরোপুরি নিজেদের অধীনে নিয়ে নেয় চ্যাম্পিয়নরা। ২৮ ও ৩১ মিনিটে দু’টি গোলই করেন ফোডেন। বিরতির আগে হ্যাটট্রিক প্রায় করেই ফেলছিলেন ইংলিশ মিডফিল্ডার। কিন্তু সেটা হতে দেননি ব্রাইটন গোলরক্ষক। বিরতির পর ৮১ মিনিটে স্পট কিকে ব্রাইটনের হয়ে ব্যবধান কমান ম্যাক আলিস্টার। যোগ করা সময়ে (৯০+৫ মিনিট) সিটির হয়ে ব্যবধান আরও বাড়িয়ে নেন রিয়াদ মাহরেজ।
×