ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে প্রতারণার ঘটনায় যুবতী গ্রেফতার

প্রকাশিত: ২১:৩০, ২৪ অক্টোবর ২০২১

গাজীপুরে প্রতারণার ঘটনায় যুবতী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে প্রতারণার মাধ্যমে সাড়ে ৭ লাখ টাকা চুরি করার অপরাধে আন্তঃজেলা প্রতারক এক যুবতীকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রতারণা ও চুরির অভিযোগে গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলার থানায় অন্ততঃ ১৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের নাম তানিয়া শিকদার (২৮)। সে গাজীপুরের জয়দেবপুর থানাধীন গজারিয়াপাড়া এলাকার মৃত হাসানের মেয়ে। কাপাসিয়া থানার ওসি আলম চাঁদ জানান, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে আমেরিকা প্রবাসী সবুজ মিয়ার গ্রামের বাড়ি কাপাসিয়া থানাধীন চাঁদপুরে আসেন এক সুন্দরী যুবতী। এসময় অপরিচিত ওই যুবতী আমেরিকায় সবুজের সঙ্গে থাকেন বলে সবুজের মা ও ভাবীসহ পরিবারের সদস্যদের জানিয়ে সখ্যতা গড়ে তুলেন। কথাবার্তার এক পর্যায়ে পানি খাওয়ার কথা বলে কৌশলে ঘরের আলমারি থেকে সাড়ে সাত লাখ টাকা চুরি করে পালিয়ে যায় সে। এ ঘটনায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন সবুজের ভাই দিদার হোসেন। রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় অভিযুক্ত প্রতারক তানিয়া শিকদারকে (২৮) টঙ্গী এলাকা হতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রতারণা ও চুরির অভিযোগে ঢাকাসহ বিভিন্ন জেলার থানায় অন্ততঃ ১৫টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
×