ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার ৩২

প্রকাশিত: ১৮:৩৯, ২৪ অক্টোবর ২০২১

বাঁশখালীতে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার ৩২

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ কুমিল্লার ননুয়ারদিঘীর পাড়ে পূঁজা মন্ডপের হনুমান মূর্তির পায়ে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন মন্ডপে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ৩২ জনকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (২৪ অক্টোর) বিকাল পর্যন্ত থানা পুলিশের বিশেষ টিম এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মোঃ কামাল উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, সনাতনী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসব চলাকালীন মন্ডপে হামলার ঘটনায় চাম্বল জেলেপাড়া মন্দিরের পক্ষে সন্ধ্যা মোহন জলদাশ বাদী হয়ে ২১জন জ্ঞাত এবং ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এছাড়া নাপোড়া শেখেরখীল সার্বজনীন কালী বাড়িতে হামলার ঘটনায় সুরঞ্জিত দেব দাশ বাদি হয়ে ৫০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে এবং থানা সদরে হামলার ঘটনায় বাঁশখালী থানার এসআই মাসুদ বাদী হয়ে ৪১ জনকে জ্ঞাত এবং ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে পুলিশ এসব আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রবিবার পর্যন্ত গন্ডামারা এলাকা থেকে মিশকাতুল হক তানভীর (২১), বৈলছড়ি চেচুরিয়া এলাকা থেকে মো. রিদুয়ানসহ (২৫) ৩২ আসামিকে গ্রেফতার করা হয় বলে থানা সূত্রে জানা যায়। বাঁশখালী থানার ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, উপজেলার ৫টি মন্দিরে হামলার ঘটনার সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে ঘটনার সাথে সম্পৃক্তদের আটক করা হচ্ছে। নাশকতায় অংশগ্রহণকারী যে দলেরেই সদস্য হোক না কেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে । তাছাড়া দুস্কৃতিকারীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
×