ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনিয়ম ॥ সভানেত্রীর কাছে অভিযোগ হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতির

প্রকাশিত: ১৮:৩৭, ২৪ অক্টোবর ২০২১

অনিয়ম ॥ সভানেত্রীর কাছে অভিযোগ হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতির

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়ন দেয়া নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ। এ ব্যপারে আওয়ামী লীগ সভানেত্রী বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ স্বাক্ষরিত ওই অভিযোগে বলা হয়, আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রার্থীর মনোনয়ন দেয়া হচ্ছে না। এলাকার একটি চক্র অর্থের বিনিময়ে দলীয় গঠণতন্ত্র অমান্য করে বিতর্কিত ও হাইব্রীডদের মনোনয়ন দিয়ে কেন্দ্রে তালিকা পাচ্ছে। এতে করে দলের বিশ্বস্ত ও ত্যাগী নেতারা বঞ্চিত হয়ে ক্ষোভে ফুসছেন। সৃষ্টি হচ্ছে দলীয় কোন্দল। এই অবস্থা চলতে থাকলে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও অস্থাহীনতা দেখা দিতে পারে। তাই বিষয়টি জরুরি ভিত্তিতে আমলে নিয়ে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থী বছাইয়ে সভানেত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
×