ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী ২৮ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ১৮:০৯, ২৪ অক্টোবর ২০২১

আগামী ২৮ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক ॥ কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র (বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) স্থাপন করার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। আগামী ২৮ অক্টোবর তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ ক্লাব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই মিডিয়া সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহাশিস সুর এ তথ্য জানিয়েছেন। কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সহায়তায় এই মিডিয়া সেন্টারটি স্থাপিত হয়েছে। এখানে কম্পিউটার, স্ক্যানার, একটি এক্সিবিশন হল, লাইব্রেরি এবং প্রজেক্টরসহ সকল ধরনের আধুনিক ডিজিটাল সুবিধা রয়েছে। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এর আগে গত মাসের প্রথম দিকে নয়াদিল্লী প্রেস ক্লাবে (পিসিআই) বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন। দেশের উদ্যোগে এ ধরনের মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা এটিই ছিল প্রথম। সুর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ ধরনের একটি মিডিয়া সেন্টার স্থাপন করা আমাদের জন্য একটা বিশাল গর্বের বিষয়। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করায় ভারতে বিশেষ করে পশ্চিম বঙ্গে অধিক জনপ্রিয় ছিলেন। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন জানান, আগামী ২৮ অক্টোবর কলকাতা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র ( বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার) উদ্বোধন করার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, এ জন্য তথ্য এবং সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর কলকাতায় আসবেন। এ সময়ে তিনি পশ্চিম বঙ্গের স্পিকার বিমান ভট্টাচার্যের সাথে সাক্ষাৎ করবেন ও মুর্শিদাবাদ সফর করবেন। তথ্যমন্ত্রী ২৯ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় ফিরবেন। সূত্র: বাসস
×