ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নৌকার প্রার্থী মোস্তফা-ই-কাদেরের শেষ ইচ্ছা পূরণ হল না!

প্রকাশিত: ১৭:৪৩, ২৪ অক্টোবর ২০২১

নৌকার প্রার্থী মোস্তফা-ই-কাদেরের শেষ ইচ্ছা পূরণ হল না!

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ নৌকার প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচনের শেষ ইচ্ছে ছিল আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা ই-কাদেরের (৭০)। দল তাকে মনোনয়নও দিয়েছিল। কিন্তু শেষ ইচ্ছে পূরণ হল না তার। নির্বাচনের আগেই রবিবার দুপুরে মারা গেলেন তিনি। মোস্তফা-ই-কাদের নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার বাড়ি ওই ইউনিয়নের নন্দীপুর গ্রামে। মোস্তফা-ই-কাদেরের রাজনৈতিক সহকর্মীরা জানান, গত দু’দিন যাবত তিনি অসুস্থতা বোধ করছিলেন। রবিবার দুপুরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর দেড়টার দিকে পথে মারা যান তিনি। কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোস্তফা-ই-কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সর্বশেষ তিনি মদনপুর ইউনিয়ন কমিটির উপদেষ্টা ছিলেন। এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি দলের মনোনয়ন প্রত্যাশী হন। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরাও প্রবীণ এ রাজনীতিবিদকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে মূল্যায়িত করেন। গত ১৭ অক্টোবর তিনি মনোনয়নপত্র দাখিল করেন। প্রথম ধাপে আগামী ১১ নবেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে মোস্তফা-ই-কাদেরের মৃত্যুতে ওই ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ। তিনি বলেন, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর কোনো প্রার্থী মারা গেলে ওই নির্বাচনী এলাকার নির্বাচন স্থগিতের বিধান রয়েছে। কাজেই তার মৃত্যুর সনদ পেলেই নির্বাচন স্থগিত ঘোষণা করা হবে। অর্থাৎ ১১ নবেম্বর ওই ইউনিয়নের নির্বাচন হবে না। মোস্তফা-ই-কাদের অবশ্য এর আগেও একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
×