ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগ

প্রকাশিত: ১৪:৪২, ২৪ অক্টোবর ২০২১

স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগ

অনলাইন ডেস্ক ॥ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট জিল্লুর রহমানের সিল এবং স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে। এডভোকেট জিল্লুর রহমানের সিল এবং স্বাক্ষর জালিয়াতি করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এবং মাননীয় সভানেত্রীর বরাবর বর্তমান ৬ নং বড়লেখা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সাহেবের নামে মিথ্যা তথ্য দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে বড়লেখা উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট জিল্লুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এবং মাননীয় সভানেত্রীর বরাবর বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি দাবী করে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শনিবার(২৩ অক্টোবর) অভিযোগ করেছেন। অভিযোগ পত্রে বড়লেখা এডভোকেট জিল্লুর রহমান বলেন, গত ১৭ অক্টোবর তারিখে সম্পাদিত ৬ নং বড়লেখা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সাহেব সম্পর্কে বিভিন্ন অসত্য অভিযোগ উত্থাপন করা হয় এবং চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী অন্য একজন প্রার্থীর গুণকীর্তন করে তাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদানের জন্য আপনার বরাবরে অনুরোধ করা হয়। উক্ত অভিযোগপত্রে অভিযোগকারী হিসাবে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের সিল ও স্বাক্ষরের সঙ্গে আমার সিল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দেওয়া হয়েছে এবং অদ্যকার পূর্বে আমি উক্ত অভিযোগ সম্পর্কে অবগত ছিলাম না। উপরোক্ত অবস্থায় বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে যে বা যারা আপনার বরাবর অসত্য অভিযোগ দাখিল করে দলীয় মনোনয়ন লাভের অপচেষ্টার মাধ্যমে দলের অভ্যন্তরে কলহ সৃষ্টির চেষ্টায় লিপ্ত রয়েছে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
×