ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুরে চিকিৎসক সমাজ

প্রকাশিত: ১৪:২৪, ২৪ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানে দিনাজপুরে চিকিৎসক সমাজ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে চিকিৎসক সমাজ। মানববন্ধন ও সমাবেশে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার জন্য ফুসে উঠেছে চিকিৎসকরা। তাদের ঘোষণা হলো, বঙ্গবন্ধুর বাংলাদশে কোন অপশক্তি ও সন্ত্রাসের স্থান নেই। বাংলার মাটি থেকে তাদের উৎখাত করা হবে। আজ রবিবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) দিনাজপুরের আয়োজনে এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তারা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের পরিচালক ডাঃ কাজী শামিম হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোমেনুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ শামীম আরা নাজনিন, সহকারী পরিচালক ডাঃ আবু রেজা মাহমুদুল হক, দিনাজপুর বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, স্বাচিবের সেক্রেটারী ডাঃ আহাদ আলী, আইডিএর সভাপতি ডাঃ আরমান হোসেন, সাধারন সম্পাদক ডাঃ জেবা ফারিহা ঐশী, ছাত্রলীগ নেতা জাকির, নাসিমসহ চিকিৎসক, ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ এবং কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
×