ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে গোল মরিচ চারা কাটিং বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত: ১২:৫২, ২৪ অক্টোবর ২০২১

মীরসরাইয়ে গোল মরিচ চারা কাটিং বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ মীরসরাইয়ে গোল মরিচ চারার কাটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র উদ্যোগে ও পিকেএসএফের সহায়তায় উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর। প্রশিক্ষণে ২০ জন গোল মরিচ চাষী অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ফটিকছড়ি কৃষি কর্মকর্তা হেলাল উদ্দিন, অপকা কর্মকর্তা আবুল হাসেম, আরিফ উদ্দিন, মনিরুল ইসলাম লিটন, আবদুর রহমান, কৃষক রুহুল আমিন, মো. ইলিয়াস, শ্রীকান্ত ত্রিপুরা, মো. তুহিন, সুরেশ ত্রিপুরা প্রমুখ। অপকা’র নির্বাহী পরিচালক মো. আলমগীর জানান, উন্নয়ন সংস্থা অপকা’র উদ্যোগে ও পিকেএসএফের সহায়তায় মীরসরাইয়ে প্রথম গোল মরিচ চাষ শুরু করা হয়েছে। শুধু মীরসরাই নয়, এটি বাংলাদেশে প্রথম গোল মরিচ চাষ। গোল মরিচ বিক্রি ছাড়াও কাটিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করে কৃষকরা লাখ টাকা আয় করতে পারবে। তাই অপকা’র উদ্যোগে কৃষকদের চারা কাটিংয়ের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
×