ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষা শুরু আজ

প্রকাশিত: ০১:৪৩, ২৪ অক্টোবর ২০২১

এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষা শুরু আজ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিবিএস প্রথম পেশাগত পরীক্ষা রবিবার থেকে শুরু হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট বিভাগের ৬টি সরকারী ও বেসরকারী মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সের এই প্রথম পেশাগত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ বিলাল আহমদ চৌধুরী জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা এ বছরের মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারীর কারণে তা অক্টোবর মাসে অনুষ্ঠিত হচ্ছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, হবিগঞ্জের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ ও পার্ক ভিউ মেডিক্যাল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোট ৬৫৫ শিক্ষার্থী স্ব স্ব কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করছেন। পুরো বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একটি মাইলফলক। এ ব্যপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরেই সিলেটবাসীর দাবি ছিল একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের। এ জন দাবিকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ১ অক্টোবর অনুমোদন হয় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন। একই বছরের ২০ নবেম্বর আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছি। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার অংশ হিসেবে শুরু হচ্ছে এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা গ্রহণ। আশাকরি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা সফলভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যেতে পারব।
×