ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাসানী বিশ্ববিদ্যালয় সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ২২:৫২, ২৪ অক্টোবর ২০২১

ভাসানী বিশ্ববিদ্যালয় সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির সহিংস তৎপরতার বিরুদ্ধে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান, প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক, প্রফেসর ড. আশরাফ হোসাইন তালুকদার, প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, রেজিস্ট্রার ড. মোহাঃ তৌহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মওদুদ-উল-হক, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু বক্তব্য রাখেন। অনুষ্ঠানের ভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×