ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুনী মোশতাকের বাড়ি ঘেরাও কুমিল্লা নামে বিভাগ পুনর্বিবেচনার দাবি

প্রকাশিত: ২২:৫২, ২৪ অক্টোবর ২০২১

খুনী মোশতাকের বাড়ি ঘেরাও কুমিল্লা নামে বিভাগ পুনর্বিবেচনার দাবি

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের পুনর্বিবেচনার দাবিতে শনিবার বেলা ১১টায় কুমিল্লাবাসীর আয়োাজনে দাউদকান্দি উপজেলায় বঙ্গবন্ধুর খুনী খন্দকার মোশতাকের বাড়ি ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব। সমাবেশে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনী খন্দকার মোশতাকের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াফত করে কুমিল্লার ৫০ লাখ লোকের দাবি কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণা করার জন্য পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। একজন কুলাঙ্গারের কারণে ৫০ লাখ লোক কষ্ট পেতে পারে না। তিনি আরও বলেন, ৬ বছর খুনী মোশতাকের সম্পত্তির বাজেয়াফতের দাবিতে আন্দোলন করেছি আগামী ডিসেম্বরের মধ্যে এ সম্পত্তি বাজেয়াফত করা না হলে আগামী ডিসেম্বরে বুলডোজার দিয়ে খুনী মোশতাকের বাড়ি ভাংচুর করে একটি এতিমখানা করা হবে।
×