ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে ভাড়াটিয়াকে বের করে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ২২:১৯, ২৪ অক্টোবর ২০২১

যাত্রাবাড়ীতে ভাড়াটিয়াকে বের করে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ায় ৯২/৭ নং মোহাম্মদ আলীর বাড়ির এক ভাড়াটিয়াকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। ১৩ অক্টোবর বিলাশ আক্তার বিথি, তার ছোট বোন পরশ মনি, ভাই ফরহাদ হোসেন মনি ও ভাগিনা ইব্রাহিন হাসানকে বের করে দেন বাড়িওয়ালা মোহাম্মদ আলী, তার স্ত্রী উম্মে কুলসুম, ছেলে মেহেদী হাসান দীপু ও জামাতা মাহবুব। তাদের মারধরের অভিযোগও করেছেন ভাড়াটিয়া বিথি। এ ঘটনায় থানায় মামলা না নেয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (৩) মামলা করেছেন ভুক্তভোগী ভাড়াটিয়া। ভাড়াটিয়া বিলাশ আক্তার বিথি জানান, ৩ বছর আগে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে মাসিক ১০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ৯২/৭ নং মোহাম্মদ আলীর পঞ্চম তলায় ভাড়াটিয়া হিসেবে উঠেন। বাসার বিদ্যুত, রং, পানি ও গ্যাস লাইন ঠিক না থাকায় তিনি ৪০ হাজার টাকা খরচ করে এসব ঠিক করান। বাসার বিদ্যুত বোর্ডের তার নরমাল হওয়ায় বিস্ফোরণ ঘটে তার টিভি, ফ্রিজসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এসব বাদে তিনি বাড়িওয়ালার কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা পাবেন। বিলাশের অভিযোগ, তার ছোট বোন পরশ মনি ছাদে গেলে বাড়িওয়ালার ছেলে মেহেদী হাসান দিপু তাকে কুপ্রস্তাব দেয়। এরই মাঝে বাড়িওয়ালার স্ত্রী উম্মে কুলসুম বাড়ি ভাড়া বাড়ায়। এতে তিনি বাসা ছেড়ে দিতে চান এবং তার দেনা-পাওনা বুঝে দেয়ার কথা বললে বাড়িওয়ালা তার ওপর ক্ষিপ্ত হয়ে মারধর করে। বিষয়টি নিয়ে কয়েকবার থানায় গেলেও মামলা না নেয়ায় আদালতে মামলা করেন তিনি। মামলাটি পিবিআই তদন্ত করছে। এ ঘটনায় তিনি ডিএমপি কমিশনারসহ বিভিন্ন জায়গায় অভিযোগও করেছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। মামলায় বাড়িওয়ালার জামাই মাহবুবকেও আসামি করা হয়েছে। জানতে চাইলে তিনি বলেন, ওই ভাড়াটিয়া ৮ মাস ধরে ভাড়াও দিচ্ছেন না, বাড়িও ছাড়ছেন না। পরে তার শ্বশুর ভাড়াটিয়াকে বের করে দেন। এর বাইরে অন্য কোন ঘটনা ঘটেনি। মামলার তদন্ত সংস্থা পিবিআই তাকে ডেকেছেন, তিনি তাদের সব বলেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে জানতে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামকে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
×