ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭০ বছর বয়সে মাতৃত্বের স্বাদ

প্রকাশিত: ২২:০৪, ২৪ অক্টোবর ২০২১

৭০ বছর বয়সে মাতৃত্বের স্বাদ

শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য। ভারতের গুজরাট রাজ্যের এক নারী ৭০ বছর বয়সে প্রথমবারের মতো সন্তানের মা হয়েছেন। সিজার অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া তার ছেলে সন্তানের নাম রাখা হয়েছে লালু। গুজরাটের কচ্ছ জেলার মোরা গ্রামের বাসিন্দা জিভুবেন রাবারি ও ভালজিবাই রাবারির ৪৫ বছরের দাম্পত্য জীবন। কিন্তু দীর্ঘ এ জীবনে তাদের কোন সন্তান হয়নি। এবারই প্রথম পুত্র সন্তান পেয়ে তাদের আনন্দের সীমা নেই। প্রথম দিকে চিকিৎসকদের জন্য ব্যাপারটি খুবই চ্যালেঞ্জের ছিল। কিন্তু জিভুবেনের দৃঢ় মনোভাবের জন্যই চিকিৎসকেরা উদ্বুদ্ধ হন। জিভুবেন চিকিৎসকদের জানান, তিনি টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে সন্তান নিতে চান। কিন্তু চিকিৎসকরা জিভুবেনকে এই বয়সে গর্ভধারণের ঝুঁকি না নেয়ার পরামর্শ দিলেও সন্তানের ব্যাপারে তিনি বেশ উৎসাহী ছিলেন। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নরেশ ভানুশালি বলেন, ‘আমরা প্রথমে ওষুধ লিখে তার মাসিক চক্রকে নিয়মিত করি। এরপর বয়সের কারণে সঙ্কুচিত জরায়ুকে চওড়া করি। পরবর্তীতে আমরা তার ডিম্বাণু নিষিক্ত করি এবং বাস্টোসিস্ট তৈরি করে জরায়ুতে স্থানান্তর করি। এ ঘটনার দুই সপ্তাহ পর চিকিৎসকেরা সোনোগ্রাফি করে ভ্র‍ুণের উন্নতি দেখে খুব অবাক হন। এরপর থেকে চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখেন। পরে যথাসময়ে হৃদস্পন্দন শনাক্ত হয় এবং তাতে কোন ধরনের বিকৃতিও দেখা যায়নি। এভাবে দিন এগোতে থাকে। মায়ের কোন কমারবিডিটি না থাকলেও বয়সজনিত রক্তচাপের ঝুঁকি ছিল। তাই চিকিৎসকেরা গর্ভাবস্থার আট মাস পর একটি সিজার অপারেশনের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ করান। এখন শিশু ও তার মা দুজনেই সুস্থ রয়েছে।-ইন্ডিয়া টুডে অবলম্বনে।
×