ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জ ও হবিগঞ্জে মন্দিরে হামলা, আগুন ভাংচুর

প্রকাশিত: ২১:৪২, ২৪ অক্টোবর ২০২১

গোপালগঞ্জ ও হবিগঞ্জে মন্দিরে হামলা, আগুন ভাংচুর

জনকণ্ঠ ডেস্ক ॥ গোপালগঞ্জ ও হবিগঞ্জে কালী ও দুর্গা মন্দিরে হামলা, অগ্নিসংযোগ এবং প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ধর্মীয় গ্রন্থ ও বাদ্যযন্ত্র। খবর নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় একটি দুর্গা-মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে ওই মন্দিরের দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, অশুর ও সিংহ প্রতিমা। পুড়ে গেছে ধর্মীয় গ্রন্থ ও বাদ্যযন্ত্রসহ মন্দিরের অন্যান্য জিনিসপত্র। শুক্রবার গভীররাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়নের কাঠিগ্রাম সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ, র‌্যাব ও সিআইডি। মন্দিরের পার্শ¦বর্তী বাসিন্দা শিখা রানী বাড়ৈ সাংবাদিকদের প্রশ্নে জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মন্দিরে প্রণাম করতে গিয়ে তিনি পোড়া গন্ধ ও মন্দিরে ধোঁয়া দেখেতে পান। পরে তিনি মন্দির-কমিটির লোকজনদের খবর দেন। মন্দির-কমিটির সভাপতি রণদা প্রসাদ মজুমদার জানিয়েছেন, শুক্রবার সাপ্তাহিক ধর্মীয় সভা শেষে রাত ১টার দিকে তারা মন্দিরের দরজা তালা দিয়ে বের হন। সকালে খবর পেয়ে মন্দিরে এসে দেখতে পান, দুর্গা মন্দিরের সকল মূর্তি আগুনে পুড়ে সামনের দিকে ধসে পড়ে রয়েছে। হবিগঞ্জ ॥ লাখাইয়ে কালী মন্দিরে মূর্তি ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে জেলার লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাস হাটিতে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর গ্রামে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং, লাখাই থানার অফিসার ইনচার্জ (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মহি উদ্দিন সুমন, মোড়াকরি ইউপি চেয়ারম্যান ফয়সল মোল্লা ও লাখাই পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামীসহ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। শনিবার সন্ধ্যায় লাখাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রাণেশ গোস্বামী জানান, মোড়াকরি গ্রামের দাসপাড়া বিশ্বাস হাটিতে অস্থায়ী একটি কালী মন্দিরের দুটি মূর্তি কে বা কারা ভেঙ্গে দেয়। দুর্বৃত্তরা মূর্তি দুটিকে টেনে মাটি ফেলে দেয়। তবে মূর্তি দুটির খুব একটা ক্ষতি হয়নি।
×