ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে যুগীখালী নদীতে ব্যতিক্রমী কলার ভেলা বাইচ প্রতিযোগীতা

প্রকাশিত: ২১:৪১, ২৩ অক্টোবর ২০২১

বাগেরহাটে যুগীখালী নদীতে ব্যতিক্রমী কলার ভেলা বাইচ প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম’র উদ্যোগে ব্যতিক্রমী কলার ভেলা বাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে যুগীখালী নদী সংলগ্ন লখপুর বাজার এলাকায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। যুগীখালী ট্রান্সপোট এন্ড পার্কি টাইলস’র তত্তাবধায়নে অনুষ্ঠিত এ কলার ভেলা বাইচ প্রতিযোগীতায় ১১টি দল অংশ গ্রহন করেন। বিনোদন মূলক এ কলার ভেলা বাইচ প্রতিযোগিতায় যুগীখালী নদীর থৈথৈ জলে, বাজনার আর করতালীর তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে নদীর দু’পাড়ের হাজার হাজার দর্শনার্থীদের। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই হর্ষধ্বনি আর করতালীতে মুখরিত করে তোলেন ভৈরব নদের দু’পাড়। বিকাল ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম এর পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ,লীগের সদস্য শোভেন কুমার দাস, নবনির্বাচিত ইউপি সদস্য হারুনার রশিদ, লখপুর ব্লাড ম্যানেজমেন্ট টিম এর সাধারন সম্পাদক শিমুল, অন্যতম সদস্য ইমন শেখ, সুমন শেখ, আবুল হাসান, মুন্না শেখ, আল আমীন শিকদার ও হাফিজ শিকদার সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে কাহারডাঙ্গার মইন শেখ, ২য় স্থান অর্জন করে ব্লাড ম্যানেজমেন্ট টিম এর উজ্জল ও ৩য় স্থান অর্জন করে কাহারডাঙ্গার জুয়েল হাসান। এ অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অসংখ্য দর্শনার্থী উপস্থিত ছিলেন।
×