ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় পুনঃনির্মাণাধীন বেড়িবাঁধে ফের স্থাপনা

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ অক্টোবর ২০২১

কুয়াকাটায় পুনঃনির্মাণাধীন বেড়িবাঁধে ফের স্থাপনা

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটায় পুনঃনির্মাণাধীন বেড়িবাঁধের ওপর ফের স্থাপনা তোলার কাজ শুরু হয়েছে। জলবায়ুর পরিবর্তন জনিত কারণে সাগরপারের ৪৮ নম্বর পোল্ডারের ৩৮ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধটির পুনরাকৃতিকরণের পাশাপাশি উচ্চতা বৃদ্ধি করার কাজ চলছে। পাশাপাশি জোয়ারের ঝাপটা থেকে বাঁধ রক্ষায় ব্লক দিয়ে প্রটেকশন দেয়ার কাজ চলমান রয়েছে। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় দুই বছর আগে এই কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে নয়টি স্লুইসগেট নির্মাণ/পুনঃনির্মাণ করা হয়েছে। সাগরপারের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ এলাকা প্রটেকশন দিতে রিভার সাইটে ব্লক দেয়া হয়েছে। মাঝিবাড়ি থেকে মিরাবাড়ি পর্যন্ত ব্লক দেয়া এলাকায় এখন প্রতিদিন পর্যটক ভিড় করছে। কিন্তু বর্তমানে কাজ চলমান এ বাঁধটির ওপর ছোট ছোট স্থাপনা তোলা হয়েছে। ফলে পর্যটক চলাচলে সমস্যার পাশাপাশি বাঁধের ক্ষতি হচ্ছে। এছাড়া এসব স্থাপনার মধ্যে জালের দুর্গন্ধের পাশাপাশি শুটকির দুর্গন্ধে অস্বস্তিতে পড়তে হয় আগতদের। একটু বিশুদ্ধ পরিবেশ উপভোগ করতে পারে না। বিড়ম্বনার শিকার হন। বিরক্ত হয়ে স্থান ত্যাগ করতে বাধ্য হয়। অথচ ওই বাঁধ পুনঃনির্মাণ কাজ শুরুর আগে বাঁধের ওপর কিংবা বাঁধের স্লোপে থাকা বসতঘরসহ দোকানের ক্ষতিপুরণ প্রদানের পরে যে যার স্থাপনা সরিয়ে নেয়। কিন্তু বর্তমানে আবারও সাগরপারের সৌন্দর্যমন্ডিত বেড়িবাঁধের ওপর ও স্লোপে নতুন করে বেশ কিছু স্থাপনা তোলা হয়েছে। স্থাপনা তোলার এ ধারা অব্যাহত রয়েছে। ফলে বাঁধের ক্ষতির পাশাপাশি সৌন্দর্য নষ্ট হচ্ছে। আগত পর্যটক পড়ছে অস্বস্তিকর পরিস্থিতিতে। বাঁধ উন্নয়ন প্রকল্পের পরামর্শক প্রকৌশলী মোঃ মজিবুর রহমান জানান, আমরা শীঘ্রই ওইসব স্থাপনা অপসারণের জন্য নোটিশ ও মাইকিং করব। আর আগামী ২০২২ সালের জুনের মধ্যে কুয়াকাটার ৪৮ নম্বর পোল্ডারের ৩৮ কিলোমিটার বাঁধ উন্নয়ন কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি ।
×