ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়ি, বালিগাও, বেতকা বাজার প্রবেশ রাস্তার বেহাল দশা

প্রকাশিত: ১৬:২৭, ২৩ অক্টোবর ২০২১

টঙ্গীবাড়ি, বালিগাও, বেতকা বাজার প্রবেশ রাস্তার বেহাল দশা

সংবাদদাতা, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার গুরুত্বপূর্ণ টঙ্গীবাড়ি, বালিগাও ও বেতকা তিন বাজারের প্রধান সড়কের বেহাল অবস্থা। খানাখন্দ এমন যে রীতিমত সব সময় পানি জমে থাকে। বিশাল বিশাল গর্তের সৃষ্টির কারনে রাস্তা ডোবায় পরিনত হয়েছে। বৃষ্টি নামলেই গর্তগুলোতে জমে হাটু পানি। আর পানির উপর দিয়ে যানবাহন চলায় গর্তের গভীরতা ও পরিমান বৃদ্ধি পেয়েছে। গর্তগুলো দিয়ে দ্রুত গতিতে যানবাহন পারাপার না হতে পারায় উপজেলার তিনটি বাজারেই সৃষ্টি হয় যানজট। উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে গর্তের কারনে যানযটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। কৃষি প্রধান টঙ্গীবাড়ির আলু রোপন মৌসুম শুরু হওয়ায় সার, আলু সহ শীতকালীন সবজি পরিবহনে মারাত্মক ক্ষতির সম্মুখিন স্থানীয় কৃষকরা। টঙ্গীবাড়ি উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার তিনটি বাজারে প্রবেশ সড়ক গুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ হয়েছে। ঠিকাদারের সাথে চুক্তিপত্র হলেই অতি দ্রুত কাজ শুরু করা হবে।
×