ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক ইউনিয়নে তিন বধূ চেয়ারম্যান প্রার্থী

প্রকাশিত: ১৬:২১, ২৩ অক্টোবর ২০২১

এক ইউনিয়নে তিন বধূ চেয়ারম্যান প্রার্থী

সংবাদদাতা, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে ধীপুর ইউনিয়নে তিন বধূ বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন। তাদের নাম আবার ইউনিয়ন থেকে প্রেরিত ১০ জনের তালিকার ১ ও ২ নম্বরে রয়েছেন দুই জন অপর জন কেন্দ্রে গিয়ে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন উপজেলার ধীপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মোঃ ইসলাম বেপারীর স্ত্রী ফারজানা হোসেন লিজা, মটুকপুর গ্রামের মনির হোসেন মোল্লার স্ত্রী ইসরাত ইসলাম লাভলী, রাউৎভোগ গ্রামের জামাল শেখের স্ত্রী খাদিজা জামাল। জামাল শেখ রাউভোগ মসজিদের পাশে বাড়ি ক্রয় করে বসবাস করছেন দীর্ঘ বছর যাবত। ফারজানা হোসেন লিজা ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, ইসরাত ইসলাম লাভলী উপজেলা মহিলালীগের সহ-সভাপতি খাদিজা জামাল আওয়ামী লীগের সদস্য বলে জানান। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে একমাত্র ধীপুর ইউনিয়নেই তিন জন নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুন বেপারী জানান, নারীর ক্ষমতায়নে আমরা বিশ্বাসী, নারী পরিবার সমাজ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে চলছে আমরা ধীপুর ইউনিয়নেও একাধিক নারী প্রার্থী পেয়েছি যারা প্রত্যেকেই শিক্ষিত, যোগ্য।
×