ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

প্রকাশিত: ০১:১৮, ২৩ অক্টোবর ২০২১

হল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

জাহিদুল আলম জয় ॥ শিরোপা পুনরুদ্ধারের পথে চলমান টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করেছে শ্রীলঙ্কা। এশিয়ার দ্বীপদেশ ‘এ’ গ্রুপে টানা তিনটি ম্যাচেই দাপটের সঙ্গে জিতে শীর্ষস্থান নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সুপার টুয়েলভ নিশ্চিত করা লঙ্কানরা শুক্রবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে হল্যান্ডকে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ডাচদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ২০১৪ টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। টস জিতে হল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ শ্রীলঙ্কা অধিনায়ক ডাসুন শানাকা। লঙ্কান বোলাদের তোপে ১০ ওভারে মাত্র ৪৪ রানে অলআউট হয় হল্যান্ড। অর্থাৎ ১০ ওভার বাকি থাকতেই সাজঘরে ফেরেন সব ডাচ ব্যাটার। এবারের বিশ্বকাপে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন দলীয় রান। শুধু তাই নয়, টি২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় ইনিংস। এর আগে বাংলাদেশে হওয়া ২০১৪ বিশ্বকাপে এই লঙ্কানদের বিরুদ্ধেই মাত্র ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল ডাচরা। যা এখন পর্যন্ত টি২০ বিশ্বকাপের ইতিহাসে যে কোন দলের সর্বনিম্ন দলীয় রান। দুর্দান্ত খেলা লঙ্কানরা সেবার প্রথমবারের মতো স্বল্পঘরানার ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার একই প্রতিপক্ষকে দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে দিয়ে সেই সাফল্য ফিরিয়ে আনার ইঙ্গিতই দিয়ে রাখল এশিয়ার দ্বীপদেশটি। রীতিমতো নাকাল হওয়া ডাচদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১১ রান করেন কলিন এ্যাকারম্যান। একমাত্র তিনিই কেবল দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেন। এছাড়া বেন কুপার করেন দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান। লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া মাহেশ থিকশানা কজ্বা করেন ২ উইকেট। মাত্র ৪৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটার কুশাল পেরেরা। প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া শ্রীলঙ্কা সুপার টুয়েলভে খেলবে ‘গ্রুপ ১’-এ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে রবিবার বিকেল ৪টায় বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আসল লড়াইয়ে অর্থাৎ সুপার টুয়েলভে মিশন শুরু করবে শ্রীলঙ্কা। টাইগারদেরও এই স্টেজে এটি প্রথম ম্যাচ।
×