ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ০১:০০, ২৩ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় শিশুসহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় এক শিশু নিহত হয়েছে। অন্যদিকে ফরিদপুরের সালথায় ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত হয়েছেন। এছাড়া মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। গাজীপুরের শ্রীপুরে শাহ সিমেন্ট কাভার্ডভ্যানের চাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু মোহাম্মদ (৪)। সে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বীর অব্দিপুর গ্রামের ফজলুল হকের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে শ্রীপুর পৌরসভার বেপারীপাড়া এলাকার নেকবরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করত। শুক্রবার শ্রীপুর-মাওনা সড়কের বেপারীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর-মাওনা সড়ক পার হওয়ার সময় মাওনা চৌরাস্তাগামী একটি অটোরিক্সার ধাক্কায় শিশুটি সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। এতে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় এলাকাবাসী ওই কাভার্ডভ্যানসহ চালক মঈন (৩২) ও হেলপার সবুজকে (২৩) আটক করে পুলিশে সোপর্দ করে। ফরিদপুর ॥ সালথায় সড়ক দুর্ঘটনায় মহিদুল শেখ (৩৩) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিদুল উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের বাসিন্দা ওসমান শেখ ছেলে। মহিদুল বিবাহিত এবং এক ছেলের বাবা। তিনি রিক্সাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালথা-সোনাপুর সড়কে ফুকরা বাজার এলাকায় ইট ভর্তি একটি ট্রাক্টরের সংঘর্ষ হলে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন মহিদুল। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে মারা যান মহিদুল। মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দী বাসস্ট্যান্ডের কাছে মেসার্স মুন ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে মহাসড়কের ঢাকাগামী সড়কে মোটরসাইকেলটি মুন ফিলিং স্টেশনের কাছাকাছি স্থানে পৌঁছালে পিছন থেকে (ঢাকা মেট্রো-ট-১৫-৪১৫৪) কাভার্ড ভ্যানটি ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন। নিহত মোটরসাইকেল চাললের নাম মোঃ খোকন মিয়া। সে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লক্ষনখোলা গ্রামের মোঃ চাঁন বাদশার ছেলে। নিহত খোকনের দুই পুত্র সন্তান রয়েছে।
×